শনিবার, ১৫ জুলাই, ২০১৭

সঠিকভাবে পড়তে ও লিখতে শিখুন ইংরেজি

উপরের ছবিতে ক্লিক করুন
সঠিকভাবে পড়তে ও লিখতে শিখুন ইংরেজি বোঝার ক্ষমতা বৃদ্ধি এবং ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডার বাড়ানোর জন্য সবচেয়ে বেশি জরুরি বেশি বেশি পড়ার অভ্যাস। ইংরেজি বিষয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের বেশি বেশি ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা, নিবন্ধ, গল্প পড়ার পরামর্শ দিয়ে থাকেন। পড়ার পাশাপাশি ব্যবসায়িক, অফিশিয়াল, একাডেমিক ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে চিঠি, সংবাদপত্রে লেখার নিয়মকানুন, আবেদন, চুক্তিপত্রের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে লেখার প্রয়োজন পড়ে ইংরেজিতে। সঠিক নিয়মে লেখা ও পড়ার কৌশল ও পরামর্শসংবলিত ইংরেজি বইয়ের পাশাপাশি বাংলা ভাষায় সহজভাবে লেখা অনেক বই পাওয়া যায় লাইব্রেরিগুলোতে। বিদেশে উচ্চশিক্ষা ও ভিসায় ইংরেজি যেসব দেশের নাগরিকদের মাতৃভাষা ইংরেজি নয়, সেসব দেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের উচ্চশিক্ষা কিংবা চাকরির উদ্দেশ্যে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে ‘ইংরেজি ভাষা দক্ষতা’ প্রমাণের জন্য আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সিস্টেম) পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো স্কোর পেতে হয়। আইইএলটিএস সম্পর্কে ধারণা থাকলেও অনেকেই জানেন না ইংরেজিতে আরো কিছু ভাষাশিক্ষা কোর্স প্রচলিত আছে। এসব কোর্স ‘টোফেল’ (টেস্ট ইংলিশ অ্যাজ অ্যা ফরেইন ল্যাঙ্গুয়েজ), ‘ইএসএল’ (ইংলিশ অ্যাজ অ্যা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ) এবং ‘ইএসওএল’ (ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজ) নামে পরিচিত। বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণের যেমন সুযোগ আছে, তেমনি চর্চা ও প্রশিক্ষণেরও সুযোগ আছে। রাজধানীর নীলক্ষেতসহ দেশের প্রায় সব অভিজাত লাইব্রেরিতেই পাওয়া যায় আইইএলটিএস প্রস্তুতির প্রয়োজনীয় সব বইসহ শিক্ষা উপকরণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox