নিজস্ব প্রতিবেদনঃ লোহাগাড়া উপজেলার
বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনা এলাকার পশ্চিমে (আম্বিয়া বর পাহাড়ে) ১১ জুলাই
দুপুর ২টা ৩০ মিনিটে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়া
গেছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি
জুনাইদ। তিনি আরো জানিয়েছেন, অপর একটি বিমান এসে বিধ্বস্ত বিমানের ২
পাইলটকে নিয়ে গেছে। তারা হলেন ইউং কমান্ডার নাজমুল ও স্কোয়ার্ডন লিডার
কামরুল হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর তিনটি হ্যালিকপ্টার সেখানে এসে
উদ্ধার কাজ চালায়। পরে পাইলটদের নিয়ে একটি হ্যালিকপ্টার চলে যায়।
প্রতক্ষ্যদর্শীরা আরও জানান, বিকট আওয়াজ শুনে দৌড়ে আসেন তারা। পরে চারপাশে
ধোঁয়া উঠতে দেখেন। এ সময় দুইজন পাইলট প্যারাস্যুট দিয়ে নিরাপদে নামতে সক্ষম
হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন