বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

লোহাগাড়া স্ত্রী ও নাতনিকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদনঃ লোহাগাড়া উপজেলার পূর্ব পুঁটিবিলায় স্ত্রী ও তিন মাস বয়সী নাতনিকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন ঘাতকের পূত্রবধূ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুঁটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়ার পাশে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের অভিযোগে ঘাতক পেটান শীলকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতরা হলেন- পেটানের স্ত্রী পুষ্প বালা শীল (৫৫) ও তার নাতনি সঙ্গীতা শীল। এছাড়া আহত পূত্রবধূর নাম মনি শীল (২৫)।





লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, পারিবারিক কলহের জের ধরে পেটান শীল তার স্ত্রী ও তিন মাস বয়সী নাতনিকে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় পেটান শীলের ‘ধারালো অস্ত্রের’ আঘাতে গুরুতর আহত তার পুত্রবধূ মনি শীলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী পেটান শীলকে পিটুনি দিয়ে থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

1 টি মন্তব্য:


  1. শাওমি থেকে আলাদা হলো পোকো
    আরো জানতে ক্লিক করুন https://www.daily-bangladesh.com/শাওমি-থেকে-আলাদা-হলো-পোকো/157386

    উত্তরমুছুন

Adbox